• [english_date] , [bangla_date] , [hijri_date]

নারীদের বিশ্বকাপের প্রথম ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে উইন্ডিজদের জয়

ভয়েস অফ বাংলাদেশ
প্রকাশিত March 4, 2022
নারীদের বিশ্বকাপের প্রথম ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে উইন্ডিজদের জয়

স্পোর্টস ডেস্কঃ 

শেষ ওভার। ছয় বলে দরকার ৬ রান। হাতে তখনও তিন উইকেট। ম্যাচটা জিতে যাওয়াই স্বাভাবিক ব্যাটিং দলের, সেটা না হলেও বড়জোর সুপার ওভারে গড়ানো; অথবা ছয় রান নিতে না পারার ব্যর্থতা। কিন্তু নিউজিল্যান্ডের মেয়েদের ক্ষেত্রে হলো না এর কিছুই।

৫ বলে তারা হারালো তিন উইকেট। ম্যাচটা অবশ্য এত সহজ ছিল না এক ওভার আগেও। ২ ওভারে তখন দরকার ছিল ২০ রান। এক ওভারেই ১৪রান দিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার চিনেল্লো হেনরি। শেষ ওভারে অবশ্য আর পারেনি সেটি। ৩ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।