নিউজ ডেস্কঃ পাইকগাছায় করোনার টিকা পেতে শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। লোনাপানি মৎস্য গবেষণা ইনস্টিটিউট কেন্দ্রে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সোমবার থেকে টিকা দেওয়া হয়। প্রথম দিনেই টিকা নিতে এসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের।
এক দিনে একই কেন্দ্রে এতসংখ্যক ছাত্রছাত্রী টিকা নিতে গিয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে মন্তব্য করেছেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম আ. রাজ্জাক। তাছাড়া এ কর্মসূচিতে নেই কোনো নিয়মকানুনের বালাই, হয়রানি বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের।
এ বিষয়ে উপজেলা হাসপাতাল প্রধান ডাক্তার নিতিশ চন্দ্র গোলদার বলেন, আমরা অনেকগুলো বুথ তৈরি করেছি টিকা প্রদানের জন্য। তাছাড়া নিয়মানুযায়ী কার্যক্রম চলছে, প্রথম দিন একটু ঝামেলা হবে।