• [english_date] , [bangla_date] , [hijri_date]

নিউইয়র্কে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশি বংশোদ্ভূত নিহত

ভয়েস অফ বাংলাদেশ
প্রকাশিত October 2, 2020
নিউইয়র্কে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশি বংশোদ্ভূত  নিহত

নিউজ ডেস্ক:

আমেরিকার নিউইয়র্কের লং আইল্যান্ডে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশি বংশোদ্ভূত আইটি ইঞ্জিনিয়ার সায়েম শাহরিয়ারের (২৪) মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত ৯টায় লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের ৪১ এক্সিটে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই সায়েম শাহরিয়ারের মৃত্যু হয়।

২ অক্টোবর বাদ জুম্মা লং আইল্যান্ড রনকনকমা সেলডেন জামে মসজিদে সায়েমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের সদস্য সায়েম শাহরিয়ারের গ্রামের বাড়ি নোয়াখালীতে। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সায়েম বাবা মায়ের একমাত্র ছেলে। তার ছোট এক বোন রয়েছে। নিহত সায়েমের বাবা ইকবাল ইসলাম ও মা কুমু ইসলাম। তারা স্বপরিবারের নিউইয়র্ক লং আইল্যান্ডের রনকনকমায় বাস করতেন। সায়েম শাহরিয়ারের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কসহ বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের প্রধান উপদেষ্টা সৈয়দ মোস্তফা আল আমিন রাসেল জানান, ২ অক্টোবর বাদ জুম্মা লং আইল্যান্ড রনকনকমা সেলডেন জামে মসজিদে সায়েমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন লংআইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে দাফন করা হবে।

সৈয়দ আল আমিন রাসেল বলেন, নিহত সায়েম শাহরিয়ার নিউইয়র্কের ফার্মিংডেল কলেজ থেকে কম্পিউটার সফটওয়ারে ২০১৮ সালে গ্র্যাজুয়েশন করেছেন। আগামী মাসে কালিফোর্নিয়ার একটি আইটি ফার্মে যোগদানের কথা ছিল। বাংলাদেশি বংশোদ্ভুত মেধাবী তরুণ সায়েমের মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সায়েম নিউইয়র্কে বাংলাদেশি স্টডেন্টদের উদ্যোগে আয়োজিত ব্লাড ডোনেশনসহ বিভিন্ন সামাজিক কাজ করেছেন।