• [english_date] , [bangla_date] , [hijri_date]

জসীম উদ্দীনের নতুন ইংরেজী বই “দ্যা হোয়াইট হাউজ“

ভয়েস অফ বাংলাদেশ
প্রকাশিত March 8, 2021
জসীম উদ্দীনের নতুন ইংরেজী বই “দ্যা হোয়াইট হাউজ“
হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র সংবাদদাতা:
আমেরিকার মূলধারার লেখক ও সাবেক ছাএনেতা জসীম উদ্দীনের লেখা তৃতীয় ইংরজী উপন্যাস “দ্যা হোয়াইট হাউজ “ প্রকাশিত হবে আমেরিকার ইন্ডিফেন্ডস ডে ৪ ই জুলাই ২০২১ সালে। নিউজার্সি স্টেট এর ম্যাচ ইস্টিক লিটারেসি প্রকাশ করবে  এ বইটি ।উল্লেখ্য,জসীম উদ্দীনের লেখা “ডানকিন ডানা” উপন্যাস একই পাবলিশাস প্রকাশ করে ছিল।তা আমাজন এবং  ইবেসহ যুক্তরাষ্ট্রর বার্নস এন্ড নোভেল লাইবেরীতে বিক্রি হচ্ছে । জসীম উদ্দীনের প্রথম ইংরজী উপন্যাস “দ্যা আমেরিকান ড্যীম “ ২০১৬ সালে “নিউইয়্ক টাইমস “ পরিসংখানে দশ শেষ্ঠ বই এর মধ্যে মনোনীত হয় । আশা করা যায় “ দ্যা হোয়াইট হাউজ “ উপন্যাস পাঠকের মন ছুয়ে যাবে।বাংলা ভাষাও লেখক জসীম উদ্দীনের দশটি  উপন্যাস বাংলাদেশে প্রকাশিত হয়েছে।যাইতিমধ্যে পাঠকের মন জয় করেছে।এর মধ্যে উল্লেখ যোগ্য ছিল রতন, রুপালী  ইলিশ , রক্সী টেরস,অনাথ প্রমূখ।আমাজন সহ সকল অন লাইনে বিক্রি হবে “দ্যা হোয়াইট হাউস“লেখক জসীম উদ্দীন বাপসনিউজকে বলেন,আশা করি এ উপন্যাসটি  সকল পাঠকের মন জয় করব।