প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
নিউজ ডেস্কঃপুরো নাম ‘আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স’। তবে ভক্তদের কাছে তিনি এবিডি নামেও পরিচিত। ক্রিকেটের সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যানদের একজন তিনি। তিনি মাঠের সর্বত্র রানের জন্য বলকে পাঠিয়ে দিতে পারেন। তাই তো ভক্তকূলের কাছে তার খ্যাতি রয়েছে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ হিসেবে।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম শতকের মালিক এই এবি ডি ভিলিয়ার্স। তার ক্যারিয়ারে এমন অসংখ্য ইনিংস রয়েছে যার উপর ভর করে তার দল খাদের কিনারা থেকে বেঁচেছে আবার এমনও অনেক ইনিংস রয়েছে যার দ্বারা প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে এনেছে। যুগের সাথে তাল মিলিয়ে তিনি সমানতালে খেলে গেছেন ক্রিকেটের সব কয়টি ফরমেটে এবং ক্রিকেটের সকল ফরমেটেই তিনি সফল একজন ব্যাটসম্যান।
টেস্ট ক্রিকেটে ১১৪ ম্যাচে ১৯১ ইনিংসে, ২২টি সেঞ্চুরি এবং ৪৬টি অর্ধ-শতকের মাধ্যমে ৫০.৬৬ গড়ে ৮৭৬৫ রান করেছেন তিনি৷ যার মধ্যে তিনি অপরাজিত ছিলেন ১৮ বার৷
ওয়ানডে ক্রিকেটে ২২৮ ম্যাচে ২১৮ ইনিংসে, ২৫ টি শতক এবং ৫৩ টি অর্ধশতকের মাধ্যমে ৫৩.৫০ গড়ে ১০১.১ স্ট্রাইক রেটে ৯৫৭৭ রান করেছেন এবি।
এছাড়া টি-টুয়েন্টি ক্রিকেটে ৭৮ ম্যাচে ৭৫ ইনিংসে ১০ অর্ধশতাধিকের মাধ্যমে ২৬.১২ গড়ে ১৬৭২ রান করেছেন।
সারা বিশ্বের কোটি ভক্তকে হতাশ করে ২৩ মে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ব্যাটসম্যান সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার ওয়ার্মবাদে জন্মগ্রহণ করেন এবি। আজ তার জন্মদিন। জন্মদিনে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন!
Editor In Chief : Mynul Hasan
Editor : Poliar Mohammad Wahid
Managing Editor : Muhibur Rahman Raju
CEO : Mahfuzur Rahman Adnan
Phone : 7188237535,
7188237538 (Fax)
Email : voiceofbangladesh.info@gmail.com
JOINTLY PUBLISHED FROM TORONTO, CANADA AND NEW YORK, USA.
A Concern Of Positive International Inc USA.
All Rights Reserved -2019-2021
Design and developed by Positive IT USA