প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
সংসদীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিদ্যালয়গুলোতে দৃষ্টিনন্দনকরণসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব বা আবেদন প্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, বেগম শিরীন আখতার, বেগম ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, আগের বৈঠকে সংসদীয় কমিটির সদস্যরা তাদের নির্বাচনী এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দন ও সেখানে সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ করে। এর জবাবে মন্ত্রণালয় ওই সকল বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।
বৈঠকের দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানে গুণগত পরিবর্তন আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। আর মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার তাগিদ দেওয়া হয়েছে। বৈঠকে যে সকল পিটিআই’র কার্যক্রম প্রশিক্ষনার্থী না থাকায় বন্ধ হয়ে আছে তা চালুকরণসহ বেসরকারি পিটিআইতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের প্রশিক্ষণগ্রহণ সহজীকরণের জন্য সুপারিশ করা হয়।
এছাড়া বৈঠকে ২৬ হাজার ১৯৩টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত গেজেটভূক্তির কার্যযক্রম আরো গতিশীল করার সুপারিশ করা হয়।
Editor In Chief : Mynul Hasan
Editor : Poliar Mohammad Wahid
Managing Editor : Muhibur Rahman Raju
CEO : Mahfuzur Rahman Adnan
Phone : 7188237535,
7188237538 (Fax)
Email : voiceofbangladesh.info@gmail.com
JOINTLY PUBLISHED FROM TORONTO, CANADA AND NEW YORK, USA.
A Concern Of Positive International Inc USA.
All Rights Reserved -2019-2021
Design and developed by Positive IT USA