প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
নিউজ ডেস্কঃ সেবা সহজিকরণের লক্ষ্যে উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ ও ৯ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মচারীগণ বাজেট মনিটরিং সিস্টেম উইথ ফাইনান্সিয়াল স্ক্যানার, স্মার্ট কেইন উইথ অ্যাডেড ফিচারস ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মচারীদের শৃঙ্খলাজনিত তথ্যের ডাটাবেজ তৈরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সমাজকল্যাণ সচিব বেগম মাহফুজা আখতার এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনার সার্বিক মূল্যায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রথম স্থান অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ২০২০-২১ অর্থবছরেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলকে নির্দেশনা দেন।
প্রশিক্ষণ কর্মশালায় বাজেট শাখা, প্রশাসন ও শৃঙ্খলা শাখা, আইসিটি ও ইনোভেশন শাখা, হিসাব শাখা, এটুআই এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
Editor In Chief : Mynul Hasan
Editor : Poliar Mohammad Wahid
Managing Editor : Muhibur Rahman Raju
CEO : Mahfuzur Rahman Adnan
Phone : 7188237535,
7188237538 (Fax)
Email : voiceofbangladesh.info@gmail.com
JOINTLY PUBLISHED FROM TORONTO, CANADA AND NEW YORK, USA.
A Concern Of Positive International Inc USA.
All Rights Reserved -2019-2021
Design and developed by Positive IT USA