প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
সিলেট-জকিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন করেছেন হেতিমগঞ্জ বাজার বণিক সমিতিসহ এলাকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্থরের জনসাধারণ।
শনিবার বেলা ১১টার সময় হেতিমগঞ্জ হিলালপুর সিলেট জকিগঞ্জ সড়কে হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ ও দপ্তর সম্পাদক শামছুল ইসলাম আনার যৌথ পরিচালনায় মানববন্ধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেল চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন- বারাকা পাওয়ার প্লান্টের পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি সেলিম আহমদ ফলিক, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুশাহিদ আলী, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি আব্দুল আহাদ, সমাজ সেবক ও রাজনীতিবীদ আব্দুল হানিফ খান, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধক্ষ্য আনোয়ার হোসেন আনা, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, প্রচার সম্পাদক আবুল কাশেম, সাবেক সভাপতি কামাল উদ্দিন খান বেলাল, হেতিমগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলা উদ্দিন, খয়রুগঞ্জ মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ গফ্ফার, ব্যবাসায়ী নজরুল ইসলাম, গোলাপগঞ্জ যাত্রি কল্যাণ আহবায়ক সুজন খান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- মখছুদ আহমদ, আছাদুজ্জামান পাপ্পু, মো. আব্দুল্লাহ, গিয়াস উদ্দিন মেম্বার, আতাউর রহমান আতা, জুবের আহমদ, এডভোকেট রিবলু মিয়া।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ জনতার দাবির আহবায়ক এম এ সামাদ, বৃহত্তর হেতিমগঞ্জ ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক হীরা চৌধুরী, হাজীপুর শুকনা উন্নয়ন সংস্থার উপদেষ্টা সাকেল হোসেন সাকিল, উত্তর মাইজভাগ উড়ালচি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বিজয় ছাত্র ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ রাফি, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদ, দক্ষিণ মাইজভাগ আদর্শ যুব সংঘের প্রচার সম্পাদক আব্দুর রহমান, একতা তরুণ সংঘের সাধারণ সম্পাদক মাহিন রহমান, অগ্রদূত ছাত্র পরিষদের সভাপতি কাবিল আহমদ ইমন, হেতিমগঞ্জ হেল্পিং হেন্ডস এর সদস্য নজমুল খাঁ, মকবুল আলী স্মৃতি পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক মকসুদ আহমদ, আল মদিনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিয়ান আহমদ, শাহ আব্দুল খালিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাহিদ চৌধুরী, উত্তরা ওয়েল ফেয়ার অর্গানাইজেশন এর সহ-সভাপতি রুবেল আহমদ রকিব।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মকবুল হোসেন।
সভায় বক্তারা বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর অংশে সড়ক মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াতে চরম দূর্ভগের শিকার হোন। দীর্ঘ কয়েক বছর থেকে মানুষ চরম দুর্ভোগের শিকার হলেও সড়ক বিভাগ বিষয়টি অবহেলা করে চলেছে।
তারা অবিলম্বে সড়ক সংস্কারে দাবি জানান। অন্যথায় অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি উল্লেখ করেবন।
Editor In Chief : Mynul Hasan
Editor : Poliar Mohammad Wahid
Managing Editor : Muhibur Rahman Raju
CEO : Mahfuzur Rahman Adnan
Phone : 7188237535,
7188237538 (Fax)
Email : voiceofbangladesh.info@gmail.com
JOINTLY PUBLISHED FROM TORONTO, CANADA AND NEW YORK, USA.
A Concern Of Positive International Inc USA.
All Rights Reserved -2019-2021
Design and developed by Positive IT USA